ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতায় নিহতের ঘটনায় রওশন এরশাদের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
নাশকতায় নিহতের ঘটনায় রওশন এরশাদের শোক রওশন এরশাদ

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।



এ সময় সহিংস ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দাবি আদায়ের অন্যতম প্রধান মাধ্যম হরতাল-অবরোধ এখন আতঙ্ক ও দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। হরতাল-অবরোধ কর্মসূচি পালনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার যে ঘটনা ঘটছে, তা মানব সভ্যতাকেই সত্যিকার অর্থে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে সহিংসতায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।   

বাংলোদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।