ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জের বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
হবিগঞ্জের বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ছবি: প্রতীকী

হবিগঞ্জ: জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমকে জাল টাকা, ফেনসিডিল ও ওয়াকিটকিসহ গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, কামাল উদ্দিন সেলিমকে ওয়াকিটকি, এক হাজার টাকার সাতটি জালনোট এবং দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

আটক কামাল উদ্দিন সেলিম হবিগঞ্জ সদর থানার বিস্ফোরক ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুজ্জামান মনির।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।