ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মণিরামপুরে বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মণিরামপুরে বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে  মামলা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ বাদী হয়ে এ মামলা করেন।



এতে মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মুসাসহ বিএনপি-জামায়াত ও তার অঙ্গ সংগঠনের ৪৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ মামলার আসামিদের আটকের চেষ্টা করছে পুলিশ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ গেটের সামনের রাস্তায় একটি মাছবাহী চলন্ত পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।          

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।