ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের পর বর্ধিত ৩৬ ঘণ্টার হরতাল চলছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল পালন করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে ১ ফেব্রুয়ারি রোববার সকাল ছয়টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।
একই সঙ্গে ৫ জানুয়ারি থেকে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে।
বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
** হরতাল বাড়লো বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত