ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
২০ দলীয় জোটের হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে বিএনপির এসব নেতাকর্মীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে বলে বাংলানিউজকে জানান, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
বাংলাদেশ সময় : ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫ /আপডেট : ০৯৫১ ঘণ্টা।