দিনাজপুর: দিনাজপুর শহরের উপকণ্ঠ কাঞ্চন ব্রিজের উপরে আটটি ট্রাক ভাঙচুর করেছে হরতালকারীরা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
এসময় জনতা তোফায়েল হোসেন (২৫) নামে এক নাশকতাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-বিরল সড়কের কাঞ্চন ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিনাজপুর শহর থেকে বিরলের দিকে যাওয়ার সময় কাঞ্চন ব্রিজের উপরে আটটি ট্রাক ভাঙচুর করে হরতালকারীরা। এতে ট্রাকের ভেতরে থাকা পাঁচ শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর চলাকালীন সময়ে স্থানীয় জনতা নাশকতাকারীদের ধাওয়া করলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও এক যুবককে আটক করে তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে নাশকতাকারীকে তাদের কাছে সোপর্দ করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫