ঢাকা: বর্তমানে বাংলাদেশে যে জঙ্গিবাদী তৎপরতা চলছে পাকিস্তান তার অর্থায়ন করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি’ নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আন্দোলনের নামে চলমান সহিংসতা ও পেট্রোল বোমা হামলার মাধ্যমে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে সকাল দশটা থেকেই বিভিন্ন সংগঠন প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি পাকিস্তান। তাই আজ তারা এ দেশকে অস্থিতীশীল করতে জঙ্গিবাদীদের অর্থ দিয়ে সাহায্য করছে। আর যার দোসর হিসেবে কাজ করছেন খালেদা জিয়া।
তিনি তার দুই নাতনিকে পরীক্ষা দিতে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। অথচ হরতাল-অবরোধের নামে সহিংসতা করে দেশের ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন- বলেন মন্ত্রী।
জনগণ বিএনপির এ ধরনের কার্যক্রমকে বহু আগেই প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, তারপরও একের পর এক মানুষ হত্যা করছে বিএনপি-জামায়ত।
নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫