ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মিরপুর-১ নম্বরের দিয়াবাড়ি এলাকার সড়কে ক্লাসিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-০৪-২০২৭৮) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান ফরহাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।