সিলেট: সিলেটে ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার(০৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি মোটরসাইকেল থেকে ওই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এতে আগুন ধরে গেলে চালক ও চালকের সহকারী দ্রুত ট্রাক থেকে বেরিয়ে আসেন। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫