ঢাকা: চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতা বন্ধে অর্থবহ সংলাপের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘‘সংঘাত নয়,শান্তি চাই’’ এই স্লোগানকে সামনে রেখে চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতা বন্ধে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সাদা পতাকা হাতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে চরমোনাই পীর বলেন, দমন পীড়ন চালিয়ে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন করা সম্ভব নয়। সেজন্য একটি অর্থবহ সংলাপ অত্যন্ত জরুরি। আর এই সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের দায়িত্বে রয়েছেন। তাই একটি অর্থবহ সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করছি। তাকে আহ্বান জানাচ্ছি একটি কার্যকরী ও অর্থবহ সংলাপের ব্যবস্থা করতে।
চরমোনাই পীর বলেন, দেশের এই চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের অভিভাবক হিসেবে আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করি।
সংকট সমাধানে কি করণীয় সে বিষয়ে তারা একটা খোলা চিঠি দিয়েছিলেন সরকারকে। সেদিকেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই এক রকম বাধ্য হয়েই দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষে এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
সংকট সমাধানে সরকার কোনো উদ্যোগ না নিলে আগামী ৮ ফেব্রুয়ারি জেলায় জেলায় ও ১৩ ফেব্রুয়ারি সারাদেশে সাদা পতাকা হাতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হলে অনতিবিলম্বে সারাদেশ থেকে সাদা পতাকা হাতে নিয়ে ঢাকা অভিমুখে ‘‘মার্চ ফর পিস’’ বা শান্তি অভিযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এ সময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব কর্মসূচি পালন করার পরও সরকার যদি দেশের চলমান সংকট নিরসনে উদ্যোগ না নেয়, তবে জনগণের দাবি আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
আন্দোলনের নামে চলমান সহিংস ঘটনার নিন্দা জানিয়ে চরমোনাই পীর বলেন, রাজনীতির নামে মানুষ বলি দেওয়া কখনোই সহ্য করা হবে না। দয়া করে এই ধরনের সহিংস ঘটনা বন্ধ করুন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, ঢাকা মহানগর সভাপতি হাফেজ মাওলানা অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন সহ কেন্দ্রীয় নেতা ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৫,২০১৫