খুলনাঃ ‘সংঘাতময় রাজনৈতিক অস্থিরতা বন্ধ কর, পরীক্ষার সময় হরতাল বন্ধ কর’- স্লোগান নিয়ে খুলনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।
ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সংসদের সাধারণ সম্পাদক মুশফিক তপুর পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা জেলা সংসদের সভাপতি চৌধুরী নাজমুছ সাকীব প্রদীপ।
বক্তৃতা করেন ছাত্র ইউনিয়নের খুলনা মহানগর সংসদের ভারপ্রাপ্ত সভাপতি প্লাবন পাল বাঁধন, মহানগর সহ সভাপতি প্রভাত বোস, মহানগর সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জি, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় দাস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের দুই রাজনৈতিক দলের কাছে আমাদের প্রশ্ন, আর কতো জ্বালাও-পোড়াও করা হবে ? খালেদা জিয়া তথা ২০ দলীয় জোটের কাছে প্রশ্ন, কেন এ বর্বর রাজনীতির শিকার হচ্ছে সাধারণ জনগণসহ কোমল মতি শিক্ষার্থীরা?
তারা পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহরের দাবি জানান।
বাংলাদেশ সময়ঃ ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫