ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সাবেক দুই এমপির দশদিনের রিমান্ডের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বিএনপির সাবেক দুই এমপির দশদিনের রিমান্ডের আবেদন

ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদের দশ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক ওই দুই সংসদ সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন ডিবি’র ইন্সপেক্টর দেওয়ান উজ্জ্বল হোসেন।

তিনি পল্টন থানার পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় (নং: ৬(১)/১৫) তাদেরকে গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) দশদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের আদালতে এ রিমান্ডের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৬ জানুয়ারি দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ জানুয়ারি দুপুরে পল্টন টাওয়ারের সামনে পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদারের মোটরসাইকেলের গতিরোধ করে বিশ দলীয় জোটের নেতাকর্মীরা। এরপর তাকে মারধর, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়।    

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করার সময় আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।