ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীপুরে আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শ্রীপুরে আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজারে গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও দোকানপাট লুটপাটের ঘটনায় দুই জন আহত হয়েছেন।



রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরমীর স্থানীয় আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামানের একটি গাড়িসহ বিভিন্ন স্থানে একাধিক গাড়িতে ভাঙচুর করে স্থানীয় বিএনপি ও ছাত্রদল।

ওই ঘটনার প্রতিবাদে রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরমী বাজারে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের করা হয়। এ সময় রাস্তায় পেয়ে বরমী বাজারে বরমী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাহিদকে (৫০) মারধর করা হয়। একই সময় সাহিদের একটি যন্ত্রাংশের দোকানে হামলা ও লুটপাট করা হয়।

পরে বরমী বাজারে ছাত্রদল নেতা মো. সুমন মিয়ার ভাই মো. সাকিল মিয়াকে মারধর করে তার কম্পউটারের দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে জানান স্থানীয়রা।

এ সময় মিছিলকারীরা সাকিলের দোকানের সামনে থাকা সাকিলের স্ট্যান্ড করা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ভস্মীভূত অংশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।