ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার বিরুদ্ধে সিলেটে ১৪ দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
নাশকতার বিরুদ্ধে সিলেটে ১৪ দলের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নাশকতাকারীদের সম্মিলিতভাবে প্রতিরোধের আহবান জানিয়েছেন সিলেট ১৪ দলের নেতাকর্মীরা।

দেশব্যাপী অবরোধ-হরতালে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।



ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা সব আন্দোলন কর্মসূচি জনগণ প্রত্যাখান করেছেন। তাই জনগণের ওপর প্রতিশোধ নিতে পেট্রোলবোমা ছুঁড়ে মানুষ পুড়িয়ে মারছে ২০ দলের নেতাকর্মীরা।

বিএনপি দেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে উল্লেখ করে মানববন্ধন থেকে এদের প্রতিরোধ করার আহ্বান জানানো হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, মহানগর সভাপতি জাকির আহমদ, জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আবদুল হান্নান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সিকান্দর আলী, সাম্যবাদী দলের জেলা সভাপতি ধীরেণ সিংহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন, শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, অ্যাডভোকেট শামসুল ইসলাম, আব্দুর রহমান জামিল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত চক্রবর্র্তী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জেবুন্নেসা হক, রুবি ফাতেমা, আসমা কামরান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলম সামাদ, রায়হান চৌধুরী ও শ্রমিক লীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।