ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরার আমির গ্রেফতারে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সাতক্ষীরার আমির গ্রেফতারে জামায়াতের নিন্দা

ঢাকা: সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল খালেকসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ প্রতিবাদ জানান।



তিনি বলেন, সরকার ২০ দলীয় জোটের গণআন্দোলন বানচাল করার জন্য সারাদেশে হত্যা, সন্ত্রাস, গুম, খুন ও গণগ্রেফতার অভিযান চালাচ্ছে। এভাবে জনগণের ওপর নির্যাতন করে অতীতে যেমন কোনো সরকার টিকতে পারেনি, তেমনি এ সরকারও টিকতে পারবে না। জনগণের তীব্র আন্দোলনের মুখে সরকারকে বিদায় নিতে হবে।

বিবৃতিতে ২০ দলীয় জোট ঘোষিত আন্দোলন সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।