সিলেট: সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুল আলম খান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনাসহ তার বিরুদ্ধে আধা ডজন মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫ ।