ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সিরাজগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কের রেজিস্ট্রি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থনকারীরা।

রোববার (৮ ফেব্রয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এতে কেউ হতাহত না হলেও আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

অপরদিকে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার বহুলী বাজারের পুরাতন সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে বহুলী ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম মিন্টু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ, ছাত্রদল নেতা নুরনবী, যুবদল নেতা হাসান, ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাসুদেব সিনহা বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর ওই এলাকায় টহল পুলিশ ছিল না। মিছিল করলেও করতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।