গাজীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনি আখ্যা দিয়ে তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা জনগণের প্রাণের দাবি বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট রাজপথ ছেড়ে হরতাল-অবরোধের নামে চোরাগোপ্তা হামলা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যায় লিপ্ত রয়েছে। তাদের ছোঁড়া পেট্রোল বোমার হাত থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। সাধারণ মানুষ বিএনপি-জামায়াত জোটের মানুষ হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নেমেছে।
কালীগঞ্জ-টঙ্গি সড়কের সিনেমা হল মার্কেটের সম্মুখ হতে বটতলা পর্যন্ত সড়কের দু‘পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম-সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, এস.এম রবিন হোসেন, শাহ আলম দেওয়ান, জুয়েনা আহমেদ, বাদল হোসেন ভূইয়া, রেজাউর রহমান আশরাফী খোকন, কাজী হারুন অর রশিদ টিপু, আজাদ ফরিদ, রফিকুল ইসলাম সিজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫