ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতকে প্রতিহতের আহ্বান না.গঞ্জ ১৪ দলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বিএনপি-জামায়াতকে প্রতিহতের আহ্বান না.গঞ্জ ১৪ দলের

নারায়ণগঞ্জ: দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের কাছে যা আছে তাই নিয়ে বিএনপি-জামায়াত ও নাশকতাকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

সারাদেশে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ কর্মসূচিতে ভাঙচুর ও অগ্নিসংযোগে মানুষ পুড়িয়ে মারাসহ নাশকতার প্রতিবাদে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ২নং রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ১৪ দলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খোকন সাহা এ আহবান জানান।



মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেন।

খোকন সাহা বলেন, গণতন্ত্র রক্ষার নামে বিএনপি ও জামায়াত জোট বাসে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে বাংলাদেশের মানুষের উপর। যেমন একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের মানুষের উপর হত্যা, নিপীড়ন চালিয়েছিল। বিএনপি যেহেতু যুদ্ধ ঘোষণা করে দেশের মানুষকে পুড়িয়ে মারছে, তাই আমরাও তাদের প্রতিহত করবো। দলের নেতাকর্মীসহ নারায়ণগঞ্জবাসীর যা কিছু আছে সেই অবস্থায় বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের প্রতিহত করবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে। বাসে আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে। যেখানে নারী পুরুষ শিশুরাও রেহাই পাচ্ছে না। বিএনপির নেত্রী কার্যালয়ে বসে নেতাকর্মীদের দিয়ে জঙ্গিবাদের স্টাইলে মানুষ পুড়িয়ে মারছেন। বিএনপি তার খোলস থেকে বেরিয়ে এসেছে। এখন তারা জঙ্গি দলে পরিণত হয়েছে। তাদেরকে লাঠি হাতে প্রতিহত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আবদুল হাই, জয়নাল আবেদীন টুলু, প্রবীণ আওয়ামী লীগ নেতা গোপী নাথ দাস, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা শফিউদ্দীন আহম্মেদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী, মহানগর জাসদের সভাপতি মোসলেউদ্দীন আহম্মেদ, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, আহসান হাবিব, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন সুজন, মাঈনউদ্দিন, নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জিএম আরমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, নারী কাউন্সিলর খাদিজা নাছরিন প্রমুখ।

মানববন্ধনের শুরুতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।