ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ধামরাইয়ে ছাত্রলীগ সভাপতিকে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ধামরাইয়ে ছাত্রলীগ সভাপতিকে পিটিয়ে জখম

সাভার (ঢাকা): ধামরাইয়ের কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল করিম রুবেলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের মহিশাষী বাজারে প্রকাশ্যে কুপিয়ে জখম কর‍া হয়।



মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধামরাইয়ের মহিষাশী গ্রামের ফয়জুদ্দিনের ছেলে সিনবাদকে সাটুরিয়ার কালুশাহ মাজারের পাশ থেকে মাদকসহ আটক করে সাটুরিয়া থানা পুলিশ। পরে সিনবাদকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য ফয়জুদ্দিন ও তার ছেলে সুজন, শাহ আলম ধামরাইয়ের চরখন্ড গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রলীগ নেতা রবিউল করিম রুবেলের কাছ থেকে ২২ হাজার টাকা ধার নেন। সোমবার ওই ধারের টাকা চাওয়ায় ফয়জুদ্দিনের সঙ্গে রুবেলের কথাকাটাকাটি হয়।

এক পর্যায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের মহিষাশী বাজারে ছাত্রলীগ নেতা রবিউল করিম রুবেলকে একা পেয়ে ফয়জুদ্দিনের ছেলে সিনবাদ, সুজন ও শাহ আলম লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা রুবেলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, হামলাকারীদের ধরার জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।