নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পক্ষে নোয়াখালীতে মিছিল করেছে জেলা ছাত্রদল। এসময় মিছিল থেকে একটি মোটর সাইকেল ভাঙচুর ও পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলা শহর মাইজদীর বিশ্বনাথ ও রশীদ কলোনি এলাকায় এ ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে যায়।
পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, অবরোধকারীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে। এসব ঘটনায় পুলিশের টহল ও আটক অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া সহিংসতা ও নাশকতা প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫