ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পরিপূর্ণ জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে বিএনপি-জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
পরিপূর্ণ জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে বিএনপি-জামায়াত ড. হাছান মাহমুদ

ঢাকা: এসএসসি পরীক্ষাকে টার্গেট করে অবরোধের পাশাপাশি দিনের পর দিন হরতাল ডাকছে বিএনপি-জামায়াত জোট।

এটা করে তারা পরিপূর্ণভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মতো জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে।

জঙ্গি সংগঠনগুলো যেভাবে গোপন স্থান থেকে বিৃবতি দেয়, ভিডিও প্রকাশ করে, বিএনপিজোটও তাই করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি’ ২০১৫) আওয়ামী সভাপতি  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে নিরীহ- নিরস্ত্র মানুষের ওপর হামলা করে। তারাও এখন তাই করছে। এভাবে হামলা করে এরইমধ্যে তারা ৮০জনের বেশী মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

নাগরিক সমাজের ব্যানারে সম্প্রতি সংলাপ প্রস্তাব নিয়েও কথা বলেন সাবেক এ মন্ত্রী। তিনি বলেন, নাগরিক সমাজের একটি অংশ এই দুষ্কৃতিকারী, বোমা হামলাকারীদের সঙ্গে আলোচনার কথা বলছেন, যারা এ আলোচনার কথা বলছেন তাদের অনেকেই ১/১১ এর কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা। তাদের এই আহ্বানের মাধ্যমে নৃশংস পেট্রোল বোমা হামলাকারী, মানুষ পুড়িয়ে হত্যাকারী ও তাদের নেত্রী খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের মানবতাবিরোধী অপরাধকেই আড়াল করা হয়েছে। পৃথিবীর কোথাও দুষ্কৃতিকারীদের সঙ্গে কেউ আলোচনা করেনা। তাদের দমনই করা হয়।

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার সম্প্রতি করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সাদেক হোসেন খোকা ওই কথা বলে প্রকৃতপক্ষে বিএনপি যে এসব ঘটনা ঘটাচ্ছে তার দায় স্বীকার করে নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেটেড- ১৩০৫ ঘণ্টা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।