গাইবান্ধা: ২০ দলের চলমান অন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মেলান্দহ সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছেন, সেই ভুলের খেসারত জনগন কেন দিবে? সে কারণেই জনগণ এ আন্দোলন প্রত্যাখ্যান করেছে।
খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশে বোমা মেরে সরকার পরিবর্তন হয়নি। বাংলাদেশে খালেদা জিয়ার এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। খালেদা আন্দোলনের নামে দেশে নৈরাজ্য শুরু করেছেন।
তিনি বলেন, কি দোষ ছিল নিরাপরাধ নারী-পুরুষ, বাস-ট্রাকের ড্রাইভার-হেলপার ও অসহায় অবুঝ শিশুদের। কি দোষ করেছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের খেটে খাওয়া সহজ-সরল দরিদ্র মানুষগুলো। তাদের পেট্রোল বোমা মেরে হত্যা করা হলো।
মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সংলাপের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোন করেছিলেন। কিন্তু তিনি বাজে ভাষায় তা প্রত্যাখান করেছিলেন। সেদিন গণভবনে এলে আজকে নির্বাচনের জন্য তাকে আন্দোলনের নামে নিরীহ মানুষকে পেট্রোলবোমা মেরে হত্যা করতে হতো না।
স্থানীয় বলিয়ারদেড় প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
সেখানে আরও বক্তব্য রাখেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হিরু প্রমুখ।
এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নির্মাণ কাজ শুরুর ১৫ বছরেরও বেশি সময় পর সমাপ্ত বাঙালি নদীর ওপর মেলান্দহ সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ৭ স্প্যান বিশিষ্ট ২৬১ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হয় ২৬ কোটি ১৪ লাখ টাকা।
এ সেতুর দু’ধারে ১ কিলোমিটার করে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়েছে। উত্তরদিকের অ্যাপ্রোচ সড়কে ৩১ দশমিক ২ মিটার দীর্ঘ অপর একটি আরসিসি সেতুও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫