ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
রূপগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ছবি: প্রতীকী

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এসময় বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, খৈসাইর এলাকায় একটি কারখানার জমি কেনা-বেচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা নুরুজ্জামানের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা সাত্তার মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে দুপুর ১টার দিকে উভয়গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যপী সংঘর্ষে উভয়পক্ষের হারেসুল ইসলাম (২৮), আকাশ মিয়া (৩০), আরিফ হোসেন(৩২), রাসেল মিয়া (২৬), ওসমান মাস্টার (৭০), শাহজাহান (৭৫), রফিকুল ইসলাম (৩৩) ও কাউসার আহাম্মেদসহ (২৫) অন্তত ১০ জন আহত হন। আহতের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।