ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে আইনজীবীদের চেম্বার ভবনে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
না.গঞ্জে আইনজীবীদের চেম্বার ভবনে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালত সংলগ্ন আইনজীবীদের চেম্বারের একটি ভবনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মানিব্যাগ উদ্ধার করেছে। যার ভেতরে দু’টি ছবি, কিছু ভিজিটিং কার্ড ও দুইটি সলতে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ আদালত ভবন সংলগ্ন আইনজীবীদের চেম্বার ভবন হাজী জালাল ম্যানশন ও হাজী নুরুল ইসলাম ম্যানশনের মধ্যবর্তী গলিতে এ বিস্ফোরণ ঘটে।

নুরুল ইসলাম ম্যানশনের দ্বিতীয় তলার ভাড়াটে শহিদ মিয়ার স্ত্রী সুর্বনা জানান, দুপুর দেড়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাদের ঘরের জানালার গ্লাস ভেঙ্গে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন।

ফতুল্লা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) ইমরান জানান, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। যার মধ্য থেকে দু‘টি পাসর্পোট সাইজের ছবি, কিছু ভিজিটিং কার্ড ও দুটি সলতে পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।