ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের আদালত।
এর আগে সাবেক ওই দুই সংসদ সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি’র ইন্সপেক্টর দেওয়ান উজ্জ্বল হোসেন পল্টন থানার পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় (নং: ৬(১)/১৫) তাদেরকে গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) দশদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
গত ৬ জানুয়ারি দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ জানুয়ারি দুপুরে পল্টন টাওয়ারের সামনে পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদারের মোটরসাইকেলের গতিরোধ করে বিশ দলীয় জোটের নেতাকর্মীরা। এরপর তাকে মারধর, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করার সময় আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫
** বিএনপির সাবেক দুই এমপির দশদিনের রিমান্ডের আবেদন