ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতিমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
প্রতিমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিগত মহাজোট সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়ার এপিএস শৈলেনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন আদালতে মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।



দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ২ জুন রমনা থানায় দুদক মামলাটি (মামলা নম্বর-৪) দায়ের করে। কমিশনের উপ পরিচালক কে এম মিছবাহ উদ্দিন এ মামলার তদন্ত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারি হতে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত সময়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহাজাহান মিয়ার এপিএস থাকাকালে শৈলেন (৪ বছর ১১ মাসে) অবৈধভাবে মোট এক কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬শ’ ৩৯ টাকার সম্পদ অর্জন করেন।

দুদকের তদন্তে এ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ প্রায় আট মাস পর এর চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এ চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।