হবিগঞ্জ: ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতালের বিরুদ্ধে মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিরিষতলা প্রাঙ্গণ থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সহ সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক বাদল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজ আহমেদ ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রাবাস ছাত্রলীগ সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।
পরে শহরের চৌধুরী বাজার মোড়ে জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
বক্তারা শিগগিরই হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করে হরতাল-অবরোধ প্রতিহতের হুমকি দেন তারা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫