ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় থেকে ২শ’ গজ দূরে ৩টি ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খালেদার কার্যালয় থেকে ২শ’ গজ দূরে ৩টি ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে প্রায় ২শ’ গজ দূরে ইউনিমার্ট ভবনের উত্তর পাশের গেটে পরপর ৩টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।



এ সময় খালেদার কার্যালয়ের সামনে অবস্থানরত মোটরশ্রমিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

চলমান হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে মোটরশ্রমিকরা খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।