ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গুলশানে ২টি ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
গুলশানে ২টি ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলশান ২ নম্বরে ডিসিসি মার্কেট কাঁচাবাজারের সামনে পরপর ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল জোবায়ের বাংলানিউজকে এই তথ্য জানান।

তিনি বলেন, মার্কেটের কাঁচাবাজারের কাছে হঠাৎ করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।

এর ঠিক পরেই ওই রাস্তায় চলমান একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।