গাজীপুর: বলাকা বাসে পেট্রোলবোমা হামলায় ৮ জন অগ্নিদ্বগ্ধের ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন মেয়রকে প্রধান আসামি করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা বিশেষ শাখার পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম সংবাদটি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার রাতে গাজীপুর পুলিশ লাইনের কাছে বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ৮ জন অগ্নিদ্বগ্ধ হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫