ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে মেয়রকে আসামি করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
গাজীপুরে মেয়রকে আসামি করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর: বলাকা বাসে পেট্রোলবোমা হামলায় ৮ জন অগ্নিদ্বগ্ধের ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন মেয়রকে প্রধান আসামি করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা বিশেষ শাখার পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম সংবাদটি নিশ্চিত করেন।



পুলিশ জানায়, বুধবার রাতে গাজীপুর পুলিশ লাইনের কাছে বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ৮ জন অগ্নিদ্বগ্ধ হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।