ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার নির্দেশেই বাসে পেট্রোল বোমা মারা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খালেদার নির্দেশেই বাসে পেট্রোল বোমা মারা হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: খালেদার নির্দেশে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে ১৪দল ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।



মন্ত্রী বলেন, খালেদার নির্দেশে বিএনপি-জামায়াত বাসে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ আজ হরতাল অবরোধ প্রত্যাখান করে স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করেছে।

তিনি বলেন, খালেদা জিয়া বাসে পেট্রোল বোমা মেরে ৭১’র যুদ্ধাপরাধীদের বাচাঁতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।

মোহাম্মদ নাসিম বলেন, আমরাও আন্দোলন করেছি। বারবার রাজপথে নেমেছি, রাজপথে রক্তাক্ত হয়েছি। কোনো মানুষকে হত্যা করেনি। আওয়ামী লীগ জীবন দিতে প্রস্তুত ছিল।

মোহাম্মদ নাসিম বলেন, এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা পেছানো হচ্ছে, খালেদা জিয়া কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা ভেবে হরতাল, অবরোধ বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কিন্তু পরীক্ষার জন্য নিজ নাতনীকে তো ঠিক বিদেশ পাঠিয়ে দিয়েছেন। কৃষক, শ্রমিক সন্তানরা কি সন্তান নয়?   

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. নাছিম খান প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্মাণাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পরিদর্শন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সম্মেলন কক্ষে চিকিৎসক, বিএমএ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।