ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে আ’লীগের হরতালবিরোধী মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
রূপগঞ্জে আ’লীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবরোধ ও হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ার) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা এলাকা থেকে মিছিলটি বের হয়ে ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে।



মিছিলে অংশ গ্রহণ করেন- স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) আওয়ামী লীগ নেতা কবির মোল্লা, মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান সজীব, সবুজ মিয়া, শ্রমিকলীগ নেতা রতন মিয়া ও সৈনিকলীগের সাইফুর রহমান স্বপন প্রমুখ।

মিছিল শেষে ভুলতা এলাকায় সংক্ষিপ্ত আলোচনসভায় বক্তারা বলেন- বর্তমানে বিএনপি-জামায়াত অবরোধ ও হরতালের নামে যে নৈরাজ্যে শুরু করেছে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। যারা পেট্রোল মেরে মানুষ হত্যা করছে তাদের ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।