ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধ অব্যাহত থাকবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
অবরোধ অব্যাহত থাকবে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: সরকার পতন না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।



বিবৃতিতে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি এবং ২০ দলীয় জোটের সব নেতা-কর্মীসহ
দেশবাসীকে চলমান কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানাচ্ছি।

একই সঙ্গে গত ৫ দিনের হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানান সালেহ উদ্দিন আহমেদ।

বিবৃতি দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।