ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে বিএনপির ১৪ নেতাকর্মী জেলহাজতে

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
জামালপুরে বিএনপির ১৪ নেতাকর্মী জেলহাজতে

জামালপুর: ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপির নেতাকর্মীরা শহরে গাড়ি ভাঙচুরসহ নাশকতার মামলায় ১৪জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। একই মামলায় ১৮ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সদর কোর্টের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পুলিশের দায়েরকরা মামলায় ৮৬ জনের মধ্যে ৩২ নেতাকর্মী হাজিরা দিতে গেলে বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ ১৮জনের জামিন মঞ্জুর করে আদালত।

অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব খানসহ ১৪ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর  নির্দেশ দেন।

এরা হলেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব খান, শাহ মাসুদ, রুহুল, কর্নেল, কাওসার, আলমগীর, রব্বানী, খোরশেদ, মধু, বাচ্চু, মজিবর, কামরুল, তুলেগ আলী, সোহেল।

২৪ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল চলাকালে শহরের বকুলতলা মোড়ে ১০টি অটোরিকশাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।

ওই দিনই পুলিশ বাদী হয়ে গাড়ি ভাঙচুর ও ফেস্টুন ভাঙচুরের ঘটনায় ৫৫ এবং ৫৬ ধারায় বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ ৮৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে ২টি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।