ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল বিভাগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বরিশাল বিভাগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত হরতাল ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল বিভাগে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত (৬০ ঘণ্টা) হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।

২০ দলীয় জোটের পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।



প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০ দলীয় জোটের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে অমানবিকভাবে গ্যাস, টেলিফোন সংযোগসহ সব প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা, তার নামে মিথ্যা হত্যা মামলা, দেশব্যাপী গণগ্রেফতার, গুম ও হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল বিভাগে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।