ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাবি ছাত্রদল নেতা আটক, পুলিশের অস্বীকার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
রাবি ছাত্রদল নেতা আটক, পুলিশের অস্বীকার কামরুল হাসান

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মেহেরচণ্ডী কড়াইতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি বাংলানিউজকে বলেন, সন্ধ্যার দিকে রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের নিজ বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এসময় তাকে বাসা থেকে আটক করে নিয়ে যায় তারা।

তবে, আটকের বিষয়টি অস্বীকার করে মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহেদুর রহমান বাংলানিউজকে বলেন, এরকম কোনো সংবাদ আমার কাছে নেই। ’

এ ব্যাপারে পরবর্তীতে যোগাযোগ করতে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।