ঢাকা: অবিলম্বে ‘হত্যা, দমন-পীড়ন ও গ্রেফতার’ বন্ধ করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ছাত্রদল। অন্যথায় সরকারকে করুণ পরিণতি ভোগ করার প্রস্তুতি নিতে বলেছে বিএনপির ছাত্রসংগঠনটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, গ্রেফতার আর দমন-পীড়ন করে কোনো দিন কোনো আন্দোলন স্তিমিত করা যায়নি, আর আজও যাবে না। বর্তমান অবৈধ সরকার শুধু গ্রেফতার আর দমন-পীড়ন করেই ক্ষ্যান্ত হচ্ছে না, তারা ছাত্রদল নেতাদের হত্যার মিশনে নেমেছে।
ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অবিলম্বে হত্যা, দমন-পীড়ন আর গ্রেফতার বন্ধ করে পদত্যাগ করুন এবং জাতিকে স্বস্তি দিন। অন্যথায় করুণ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হোন।
বিবৃতিতে ৪ ও ৫ ফেব্রুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা গোলাম কিবরিয়া, ঢাবির শহীদুল্লাহ হলের মির্জা গোলাম শাবরু, এফ রহমান হলের জিসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, রাজধানীর কলাবাগান থানার রানা, মমিন, জিহান, জামালপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন কর্নেল, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ মাসুদ, সদস্য সচিব সোহেল রানা খান, এএম বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুল মমিন আকন্দ কাউছারসহ ৮০ জন নেতাকর্মী এবং সারাদেশে দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি করা হয়।
এছাড়া, হরতাল ও অবরোধের সমর্থনে রাজধানীর শাহবাগ, পলাশীর মোড় থেকে নীলক্ষেত, কাটাবন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রদলের মিছিলের কথা উল্লেখ করা হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫