ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশকারীদের জন্য রেজিস্টার খাতা দিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান কার্যালয়ের গেটে চেয়ার-টেবিল বসিয়ে সেখানে একটি রেজিস্টার খাতা খোলা হয়।
এতে কার্যালয়ে প্রবেশকারীদের নাম, পরিচয়, মোবাইল ফোন নম্বর, স্থায়ী-অস্থায়ী ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। একজন পুলিশ সদস্য প্রবেশকারীদের তথ্য খাতায় নথিভুক্ত করছেন।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রবেশকারীদের ওপর আরো কড়া নজরদারি রাখতেই এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতেই এ খাতা খোলা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।
এ বছরের ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫