গুলশান ২ নম্বর চত্বর থেকে: হরতাল-অবরোধ প্রত্যাহার ও জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে রাজধানীর গুলশানে অবস্থান করছেন ‘সর্বস্তরের নিরীহ গাড়িচালক’রা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থাকলেও সন্ধ্যার পর থেকে তারা গুলশান ২ নম্বরের মূল চত্বরে অবস্থান নেন।
ইতোমধ্যে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গাড়িচালকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন।
অবস্থান কর্মসূচিতে পুড়ে যাওয়া একটি গাড়ি রেখে এবং মোমবাতি জ্বালিয়ে মাইকে স্লোগান তুলে দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি কর্মসূচি চাঙ্গা রাখতে বিভিন্ন রকমের দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।
অবস্থানের মাইকে জানানো হয়েছে, অবস্থান নেওয়া গাড়িচালকদের জন্য দুই ব্যবসায়ী এক হাজার কম্বল পাঠিয়েছেন।
আন্দোলনরত জসিম উদ্দিন নামে এক গাড়ি চালকের সঙ্গে কথা বললে তিনি বাংলানিউজকে বলেন, আমাদের দাবি, জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধ বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, নিরীহ গাড়িচালক, দু’বেলা দু’মুঠো খেয়ে বাঁচতে চাই। আমাদের স্বাভাবিক মৃত্যুর অধিকার ফিরিয়ে দিতে হবে। আর পেট্রোল বোমা নয়, আর অবরোধ-হরতাল নয়।
এর আগে, দুপুর একটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন গাড়িচালকরা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫