নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে পিচ্চি সোহেল (৩০) নামে এক বিএনপিকর্মী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুরের ৭নম্বর ওয়ার্ডের আবু তাহের মেম্বর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত পিচ্চি সোহেল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মেকার বাড়ির হাবিব উল্লার ছেলে।
লক্ষ্মীনারায়ণপুরের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত উল্লা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত সোহেল স্থানীয় বিএনপি’র একজন সক্রিয় কর্মী।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, রাত পৌনে ৮টার দিকে লক্ষ্মীনারায়ণপুরের আবু তাহের মেম্বর বাড়ির পার্শ্ববর্তী দিঘীর পাশে পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পায় এলাকার লোকজন।
পরে তারা কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে পিচ্চি সোহলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় লাইফ কেয়ার হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি জানতে পেরে উপ পরিদর্শক (এসআই) আবদুল হাই’র নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানানো যাবে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫