রাজশাহী: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিং এলাকায় একটি মালবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে মারা গেছেন চালকের সহকারী (হেলপার)।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে ট্রাকের সহকারী চালক (হেলপার) দগ্ধ হওয়ার আতঙ্কে চলন্ত ট্রাক থেকে লফিয়ে পড়েন। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫