ঢাকা: বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আসাফউদৌল্লা অসীম ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের এই তিন নেতাকে আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫।