রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের মুক্তির দাবিতে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের মুক্তিসহ ছয় দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
অন্য দাবিসমূহের মধ্যে রয়েছে- ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করা, রাকসুসহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু, রাবির অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া, ক্যাম্পাসে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দেওয়া এবং আবাসিক হলে খাবারের মান বৃদ্ধি করতে ভর্তুকি দেওয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডী কড়াইতলা এলাকায় নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটক করে মহানগর ডিবি পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বাংলানিউজকে জানান, ছাত্রদল নেতা কামরুল হাসান ২ ফেব্রুয়ারি মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যকে ক্লাস-পরীক্ষা বন্ধ করতে হুমকি দেন। এ জন্য তাকে আটক করা হয়েছে। তাকে নগর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫