ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট বিভাগে ছাত্রদলের ৩৬ ঘণ্টার হরতাল শুক্রবার থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সিলেট বিভাগে ছাত্রদলের ৩৬ ঘণ্টার হরতাল শুক্রবার থেকে

সিলেট: সিলেট বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রদল। শুক্র (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরদিন শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পযর্ন্ত সর্বাত্বক হরতাল পালনের আহ্বান করা হয়।



বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি, নেতাকর্মীদের নির্বিচারে গুম, খুন নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে যৌথভাবে হরতাল আহ্বান করেছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নয়ন, মৌলভীবাজার জেলা ছাত্রদল আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, হবিগঞ্জ জেলা ছাত্রদল আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এক যুক্ত বিবৃতিতে সিলেট বিভাগের সর্বস্তরের ছাত্রদল নেতাকর্মীদের রাজপথে থেকে হরতাল সফল করার আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।