সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শামীম রেজাকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি’২০১৫) রাত সাড়ে ৯টার দিকে সলঙ্গা থানার রানীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত)আনোয়ারুল ইসলাম জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রানীনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশিকালে ছাত্রশিবির নেতা শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫