ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গানে গানে মুখরিত গুলশান চত্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
গানে গানে মুখরিত গুলশান চত্বর ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গানে গানে মুখরিত গুলশান-২ এর গোল চত্বর। বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতেই অবস্থান নিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরিবহন চালকরা।

দুপুর থেকে শুরু হওয়া অবস্থান রাতে রুপ পেয়েছে অন্যরকম আবহ।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি’২০১৫) রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

হারমুনিয়া, ঢাক-ঢোল, মঞ্জিরা, বাঁশির সুরে গান গেয়ে গেয়ে চলছে শ্রমিকদের অবস্থান কর্মসূচি।
 
অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা রাত জেগে থাকতে চত্বরে চলছে নানা রকম গান-বাজনা। চালকদের অবস্থান কর্মসূচিতে পরিবেশিত গান শুনতে ভিড় করেছে বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী সাধারণ মানুষেরাও। এদের মধ্যে রয়েছে রিক্সা চালক, সিএনজি চালকরাও।

পরিবহন চালকদের অবস্থান কর্মসূচিকে মুখরিত করে রাখতেই এখানে চলছে গান-বাজনা। পরিবহন শ্রমিকরা নিজেরাই সঙ্গীত পরিবেশন করছেন।

বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচির পরিবহন শ্রমিকরা বলেন, ‘আমাদের আর কোনো ভাই যেন এমন ভাবে না মরে তাই এমন হীন রাজনৈতিক কর্মসূচি বন্ধ করুন। ’

অবস্থান কর্মসূচিতে থাকা আব্বাস মিয়া বাংলানিউজকে বলেন, আমরা দুবেলা দু মুঠো ভাত খেয়ে জীবন-যাপন করি আর হরতাল-অবরোধের নামে আমাদের কেই কেন পুড়িয়ে মারা হচ্ছে? এই রাজনৈতিক কর্মসূচির কারণে আমাদের অনেক ভাই মারা গেছে।

তিনি বলেন, এই কারণেই আমরা এখানে অবস্থান করেছি। যতক্ষণ পর্যন্ত হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না।

দেশের শান্তি ফিরিয়ে আসতে এমন সহিংস রাজনৈতিক কর্মসূচি আমরা চাই না। আমরা দু বেলা দু মুঠো ভাত খেয়ে বাঁচতে চাই।    

আন্দোলনরত জসিম উদ্দিন নামে এক গাড়ি চালকের সঙ্গে কথা বললে তিনি বাংলানিউজকে বলেন, আমাদের দাবি, জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধ বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, নিরীহ গাড়িচালক, দু’বেলা দু’মুঠো খেয়ে বাঁচতে চাই। আমাদের স্বাভাবিক মৃত্যুর অধিকার ফিরিয়ে দিতে হবে। আর পেট্রোল বোমা নয়, আর অবরোধ-হরতাল নয়।

এর আগে, দুপুর একটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন গাড়িচালকরা।

** হরতাল-অবরোধ বন্ধে গুলশানে গাড়িচালকদের অবস্থান

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।