কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে বর্ণা পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে এ আগুন দেওয়া হয়।
নান্নু মিয়া জানান, বর্ণা পরিবহনের বাস ঢাকা-হোসেনপুর যাতায়াত করে। রাত পৌনে দশটার দিকে সাব রেজিস্ট্রে অফিসের সামনে বাসটি পার্কিং করা ছিল।
দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫