বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধসহ হরতালে নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা ও আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা যুব মহিলা লীগ।
বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথা টেম্পল রোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে মিছিল পরবর্তী সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব মহিলালীগের জেলা শাখার সাধারণ সম্পাদিকা ডালিয়া নাসরিন রিক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
মমতাজ উদ্দিন বলেন, সাধারণ মানুষ হত্যা করে বিএনপি-জামাতের নেতারা ভিন্ন ভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। বাংলার জনগণ তাদের সে আশা পুরণ হতে দেবেনা। জনগণ ২০ দলের সঙ্গে নেই বলে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে বাস ট্রাকে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়ে মারছেন তারা। সন্ত্রাসী ও মানুষ হত্যকারীদের সঙ্গে কোন আলোচনা নয়। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে।
সমাবেশে আওয়ামী লীগ নেতা ডাঃ মকবুল হোসেন, এডোনিস বাবু, রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, স্চ্ছোসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব, আবু সুফিয়ান সফিক, জেলা মহিলা লীগের সভানেত্রী অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, নিগার সুলতানা ডরথি, স্বপ্না চৌধুরী, হেফাজত আরা মিরা, দিলরুবা আমিনা সুইট, বিলাসি রানী, শিল্পী আকতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫