নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীর নতুন বাসষ্ট্যান্ডে পার্কিং করা ইউনিভার্সেল ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সোনাপুর রুটের ইউনিভার্সেল ট্রান্সপোর্টের একটি বাস জেলা শহর মাইজদীর নতুন বাসষ্ট্যান্ডে রেখে চালক ও হেলপার রাতের খাবার খেতে যান।
এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬,২০১৫